যিলহজ, ঈদ ও কোরবানি

যিলহজ, ঈদ ও কোরবানি সূচীপত্র ভূমিকা অনুবাদকের কথা যিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও আমল ১-যিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ২-যিলহজ মাসের প্রথম দশকে নেক আমলের ফজিলত যিলহজের প্রথম দশ দিনে যে সকল নেক আমল করা যেতে পারে ১-খাঁটি মনে তওবা করা ২-তওবা কবুলের শর্ত ৩-হজ ও ওমরাহ আদায় করা ৪-নিয়মিত ফরজ ও ওয়াজিব সমূহ…

আল্লাহর জন্য ভালবাসা স্থাপন করা!!!

আল্লাহর জন্য ভালবাসা স্থাপন করা : জান্নাতে প্রবেশ করার অন্যতম মাধ্যম সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের সাথে সম্প্রীতি-সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়। এই সম্পর্ক যদি আল্লাহর সন্তুষ্টি লাভের মানসে হয়ে থাকে তাহ’লে তার বিনিময় হচ্ছে জান্নাত। রাসূল (ছাঃ) বলেন, قَالَ اللهُ تَعَالَى: وَجَبَتْ مَحَبَّتِىْ لِلْمُتَحَابِّيْنَ فِىَّ، وَالْمُتَجَالِسِيْنَ فِىَّ وَالْمُتَزَاوِرِيْنَ فِىَّ، وَالْمُتَبَاذِلِيْنَ فِىَّ.…