মুখে সশব্দে নিয়ত পড়া প্রসঙ্গ

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে- নিয়তের অর্থঃ নিয়ত আরবী শব্দ। এর বাংলা অর্থঃ ইচ্ছা করা, মনস্ত করা, এরাদা করা, সংকল্প করা। (মুনজিদ, ৮৪৯/ ফতহুল বারী, ১/১৭) শব্দটি আমরা বাংলাভাষী লোকেরাও ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি: আমি এ বছর হজ্জ করার নিয়ত করেছি। অর্থাৎ ইচ্ছা করেছি মনস্থ করেছি।   নিয়তের গুরুত্বঃ শরীয়তে নিয়তের গুরুত্ব অপরিসীম।…

বিছমিল্লাহ এর পরিবর্তে 786

পশ্চিমা সমাজে ১৩ সংখ্যাটিকে অপয়া ভাবা হয়। তারা বলে ‘আনলাকি থার্টিন’. আবার তারা ৬৬৬ দ্বারা বুঝায় শয়তান। আমাদের ভারতীয় উপমহাদেশে চোর, বাটপার, ফটকাবাজদের ৪২০বলা হয়। এর অবশ্য কারণ আছে, ভারতীয় উপমহাদেশের সবদেশেই যদি কোন চোর বাটপার ধরা হয় তাহলে তাকে যে ধারায় শাস্তি দেয়া হয় সেটি পেনাল কোডের ৪২০ নং ধারায় বর্ণীত। তাই যদিও কারণ…

আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী (রহ:) এর জীবনী

আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দীন আলবানী (রহ:) এর জীবনী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একজন ব্যক্তিত্বের সাথে যাকে বর্তমান শতকের শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে আখ্যায়িত করা হয়। হাদীস গবেষণায় যিনি বর্তমান পৃথিবীতে একজন আলোড়ন সৃষ্টিকারী মহান ব্যক্তি। ইলম চর্চায় তার জীবনীতে আমাদের প্রেরণার যথেষ্ট খোরাক রয়েছে। প্রবল ইচ্ছা শক্তি, অসীম…

শুধু কি আলবানী রহিমাহুল্লার হাদিস তাহকিকে ভুল হত এবং তিনি মত পরিবর্তন করতেন?

একদল মানুষ আলবানি রহঃ এর বিরোধিতায় নিজের বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছে। তাদের দাবী ফকিহ গণ ভুলের কারণে হোক বা অন্য কারণে হোক নিজের ফতোয়া চেঞ্জ করতেন। কিন্তু আলবানী রহঃ ব্যাতীত অন্য মুহাদ্দিসগণ হাদিস সহিহ জঈফের ক্ষেত্রে নিজের মত পরিবর্তন করতেন না। এর মাধ্যমেই তারা প্রমাণ করতে চায় যে, আলবানী রহঃ মুহাদ্দিস ছিলেন না, তার…

হাদীসের সানাদ সহিহ হলেই কি হাদীস সহিহ হয়ে যায়?

উত্তরঃ হাদিস সহিহ হওয়ার জন্য মোট পাঁচটি শর্ত। ১, রাবি ন্যায়পরায়ণ হওয়া ২, রাবি শক্তিশালী হওয়া ৩, সানাদ মুত্তাসিল হওয়া তথা সানাদে বিচ্ছিন্নতা না থাকা। ৪, হাদীস শায না হওয়া ৫, হাদীসে কোন গোপন ইল্লাত না থাকা। বর্তমানে বই পুস্তক পড়ে শুধু এর মধ্যে থেকে তিনটি বিষয় জানতে পারা যাবে। রাবী শক্তিশালী কিনা, রাবি ন্যায়পরায়ণ…

আলবানী রহঃ এর কৈফিয়ত

আলবানি রহঃ অনেক হাদিসকে আগে জঈফ বলেছেন পরে সহিহ বলেছেন তার এই ধরণের সিদ্ধান্ত পরিবর্তনকে নিয়ে একদল মানুষ খুব টিটকারী করে এবং তাকে মুহাদ্দিস হিসেবে অস্বীকার করতে চায় এছাড়া তার নামে অনেক কটূক্তি করে। স্বয়ং নাসিরুদ্দিন আলবানী রহঃ এর জবাবে তার সিলসিলা সহিহা হা/৩১৩৩ নং হাদিসের তাহকিকে লিখছেন আমি(আলবানী) পাঠকদের অবগতির জন্য বলছি যে,আমার এই…

ঐ সমস্ত হাদিস যা নাসিরুদ্দিন আলবানি রহঃ আগে জঈফ বলেছেন পরে সহিহ বলেছেন ১৭তম পর্ব।

৩১- আয়েশা রাঃ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ছাঃ বলেছেন ৬টি বৈশিষ্ট্য এমন রয়েছে যার কোনও একটি বৈশিষ্ট্য একজন ব্যক্তির মধ্যে থাকলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর জামিনদার। ১- যে মুজাহিদ আল্লাহর রাস্তায় তারই সন্তুষ্টির জন্য বের হয় এবং শহিদ হয়। ২- যে জানাযার সালাত আদায় করতে যায় এবং মারা যায়। ৩- যে কোনও রোগিকে…

ঐ সমস্ত হাদিস যা নাসিরুদ্দিন আলবানি রহঃ আগে জঈফ বলেছেন পরে সহিহ বলেছেন ১৮তম পর্ব।

33- উকবা বিন আমির রাঃ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ছাঃ বলেছেন নিশ্চয় সাদাকা কবরের আজাবের তীব্রতাকে কমিয়ে দেয়। আর কিয়ামাতের মাঠে একজন মুমিন তার সাদাকার ছায়ার নিচে থাকবে। মুজামুল কাবীর হা/৭৮৮। আলবানী রহঃ এই হাদিসকে তার সিলসিলা জঈফাতে (হা/৩০২১) জঈফ বলেছেন আর সিলসিলা সহিহাতে (হা/৩৪৮৪) সহিহ বলেছেন। জঈফ বলার কারণঃ এই হাদিসের মুজামুল কাবীরের…

ঐ সমস্ত হাদিস যা নাসিরুদ্দিন আলবানি রহঃ আগে জঈফ বলেছেন পরে সহিহ বলেছেন ১৯ তম পর্ব ।

৩৫- আব্দুল্লাহ বিন মুগাফফাল রাঃ থেকে বর্ণিত তিনি বলেন একজন ব্যক্তি রাসুল ছাঃ কে বলল হে আল্লাহর রাসুল! আমি আপনাকে ভালবাসি । রাসুল ছাঃ বললেন ভেবে দেখ! তুমি কি বলছ? সে প্রতিত্তোরে তিনবার বলল আমি আপনাকে ভালবাসি । রাসুল ছাঃ বললেন তাহলে দরিদ্রতার জন্য প্রস্তুত হও ! কেননা যে আমাকে ভালবাসে দারিদ্রতা তার দিকে পানির…

ঐ সমস্ত হাদিস যা নাসিরুদ্দিন আলবানি রহঃ আগে জঈফ বলেছেন পরে সহিহ বলেছেন ২০ তম পর্ব।

৩৭- কাতাদা বিন রিবয়ি রাঃ থেকে বর্ণিত  তিনি বলেন রাসুল ছাঃ বলেছেন মহান আল্লাহ বলেন আমি তোমার উম্মতের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছি। যে, এই পাঁচ ওয়াক্ত সালাতের পূর্ণ ভাবে হেফাজত করবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে হেফাজত করবেনা তার জন্য আমার নিকট কিছু নাই । ইবনে মাজাহ হা/ ১৪০৩। অত্র হাদিসকে…